-50%
প্যাকেটে রেখে দিলে নষ্ট হয়ে যায়। বয়েমে বা কৌটায় বেশ কিছুদিন রাখলেই তো ছত্রাক জমে যায়। কৌটা সহ ফ্রিজে রাখতে গেলে তো অনেক জায়গা দখল করে নেয়। পলিঠিনের প্যাকেটে রাখলে , বারবার খোলার পর গন্ধ হয়ে যায়।
তাই এরকম একটা জিপার ব্যাগ ব্যাবহার করে ফ্রিজে রেখে দিন। যাতে বারবার খুলে বাদাম বের করে নেয়ার পরও আমার ঠিক মত সিল করে রাখতে পারেন।
বাদাম ও নষ্ট হবে না আবার ফ্রিজে রাখার জন্য বেশি জায়গা ও লাগবে না।
হ্যা শুধু বাদাম না। যে কোনো খাবার কিংবা মসলা এভাবে সংরক্ষণ করতে পারবেন মাসের পর মাস।
তাই এরকম একটা জিপার ব্যাগ ব্যাবহার করে ফ্রিজে রেখে দিন। যাতে বারবার খুলে বাদাম বের করে নেয়ার পরও আমার ঠিক মত সিল করে রাখতে পারেন।
বাদাম ও নষ্ট হবে না আবার ফ্রিজে রাখার জন্য বেশি জায়গা ও লাগবে না।
হ্যা শুধু বাদাম না। যে কোনো খাবার কিংবা মসলা এভাবে সংরক্ষণ করতে পারবেন মাসের পর মাস।
available size-
3*4
6*8
8*12
12*16