১. ব্যবহারকারীর দায়িত্ব: এই ওয়েবসাইট ব্যবহার করে ক্রয়-বিক্রয় করার সময় ব্যবহারকারী তার ব্যক্তিগত তথ্য যথাযথভাবে প্রদান করতে বাধ্য। ভুল তথ্য প্রদান করলে অর্ডার বাতিল হতে পারে।

২. পণ্য প্রাপ্যতা: ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যসমূহের প্রাপ্যতা ও মূল্য পরিবর্তিত হতে পারে। কোনো পণ্য স্টকে না থাকলে বা মূল্য পরিবর্তিত হলে ক্রেতাকে অবহিত করা হবে।

৩. অর্ডার প্রক্রিয়া: ক্রেতা অর্ডার সম্পন্ন করার পরে নিশ্চিতকরণ মেসেজ বা ইমেইল প্রাপ্ত হবে। অর্ডার অনুমোদনের পরে ওয়েবসাইট সেই অনুযায়ী পণ্য সরবরাহের ব্যবস্থা করবে।

৪. পেমেন্ট নীতি: ক্রেতারা ওয়েবসাইটে প্রদত্ত বিভিন্ন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি ও আছে। চাইতে পন্য হাতে নিয়ে টাকা দিতে পারবে।

৫. ফেরত ও রিটার্ন নীতি: যদি ক্রেতা অর্ডারকৃত পণ্য পছন্দ না করেন বা ত্রুটিপূর্ণ পণ্য পান, তবে ফেরত ও রিটার্ন নীতির আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেওয়া যাবে।

৬. ডেলিভারি নীতি: পণ্য ডেলিভারির সময় নির্ধারিত থাকবে এবং ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।
[12:24 am, 25/10/2024] Asha Clnt: বি:দ্র:- যেকোনো পণ্য অর্ডার করার আগে পণ্যের ছবি দেখে নিন। সরাসরি পণ্য দেখে ভাল না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন।

☑ ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 70 টাকা।
☑ ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 120 টাকা।

📌পন্য হাতে পেয়ে টাকা দেয়ার সুবিধা,
* অনুগ্রহ করে ডেলিভারী নেওয়ার সময় প্রোডাক্টটি চেক করে নিবেন। প্রোডাক্টে কোন ত্রুটি দেখলে, ভুল প্রোডাক্ট পেলে বা প্রোডাক্ট সংখ্যা ঠিক না থাকলে, ডেলিভারী বয় সামনে থাকা অবস্থায় আমাদেরকে এই নাম্বারে কল করে জানাবেন।
☑ কনফার্ম করতে এই নম্বরে
☎ 01584-078358